By admin 15/06/2023 0 Comments

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন
মহান আল্লাহ বলেন,
‘‘হে আদম সন্তান! যখন তুমি আমাকে ডাকবে ও
আমার ক্ষমার আশা রাখবে, আমি তোমাকে ক্ষমা
করব, তোমার অবস্থা যাই হোক না কেন;
আমি কোন পরোয়া করি না।

হে আদম সন্তান! তোমার গোনাহ যদি আকাশ
পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি আমার নিকট
ক্ষমা চাও, তবুও আমি তোমাকে ক্ষমা করব;
আমি কোন পরোয়া করি না।

হে আদম সন্তান! তুমি যদি পৃথিবী পরিমাণ পাপ নিয়ে
আমার সঙ্গে সাক্ষাৎ কর; কিন্তু আমার সঙ্গে কাউকে শরীক
না করে থাক, তাহলে পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমি
তোমার নিকট উপস্থিত হব।’’
রিয়াদুস সলেহিন ১৮৮৭

Leave a Comment

Your email address will not be published.